|
---|
নিজস্ব সংবাদদাতা: মেসির চোট নিয়ে চিন্তায় ছিল আর্জেন্টিনা। পেশিতে চোট থাকার কারণে এই মাসে একটি ম্যাচ তিনি বাইরে ছিলেন।তাই চিন্তায় ছিলেন অনেকেই সৌদি আরবের বিরুদ্ধে হয়তো মেসিকে মাঠে দেখা যাবে না। যদিও অনিশ্চয়তার মেঘ কেটে গেছে, আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে মেসি সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নামবেন। তবে মেসির প্র্যাকটিসের সময় সংবাদ মাধ্যমকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি।
এবার স্বপ্নের টিম নিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবলে এসেছে। সবচেয়ে উল্লেখযোগ্য ফরওয়ার্ড লাইন, ডি মারিয়া, মার্টিনেজ, মেসি। যেকোনো নামিদামি ফুটবল দলের পক্ষে ভয়ের কারণ। এখন দেখার সৌদি আরবের ডিফেন্স কতটা আটকাতে পারে এই ত্রয়ীকে।