|
---|
নতুনগতি,মালদা:২৫ নভেম্বর
বিধানসভা নির্বাচকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তারই পরিপ্রেক্ষিতে বুধবার মালদহের রতুয়া ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসে সংখ্যালঘু সেলের হয়ে গেল এক কর্মীসভা। কাহালায় ওই কর্মীসভায় উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সেখ ইয়াসিন ও জেলা সংখ্যালঘু সেলের সভাপতি মোশাররফ হোসেন প্রমুখরা। চাঁচল মহকুমার প্রত্যেকটা ব্লক স্তরে এই কর্মীসভা চলবে বলে দলীয় সূত্রে খবর। বিজেপি-মিমকে রুখতেই এই কর্মীসভা তুঙ্গে।