তৃণমূলের রাজ্যসভার সাংসদের বাড়িতে দুষ্কৃতী হামলা

দেবজিৎ মুখার্জি, আলিপুরদুয়ার: তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিকবরাইকের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে তাঁর বাড়িতে দুষ্কৃতীদের একটি দল হামলা চালায় বলে অভিযোগ। আচমকাই দুষ্কৃতী হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ৬ জনকে আটক করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ।

    আলিপুরদুয়ার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন প্রকাশবাবু। ওইদিন রাতে তাঁরা আলোচনায় ব্যস্ত ছিলেন। ওই সময় বাড়িতে প্রকাশবাবু ছাড়াও কালচিনির দলের সভাপতি বীরেন্দ্র বারা ওরাওঁ সহ আর ৮ জন দলীয় নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। সে সময়  হঠাৎ ৬ জনের একটি দল বুধবার রাত প্রায় বারোটা নাগাদ একটি গাড়ি ও একটি মোটর বাইক নিয়ে এসে প্রকাশবাবুর বাড়িতে আচমকাই হানা দেয়। সেই সময় সাংসদদের নিজস্ব নিরাপত্তারক্ষীও অনুপস্থিত ছিলেন। যদিও প্রকাশবাবু জানান, ফ্ল্যাট বাড়িতে থাকার জায়গার অভাব থাকায় নিরাপত্তারক্ষীরা রাতে অন্যত্র ঘুমোতে গিয়েছিলেন।

    প্রকাশবাবু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘তিন মদ্যপ যুবক খোকন বলে কারওঁ খোঁজ করতে করতেই আচমকা তাঁর ফ্ল্যাটে ঢুকে পড়ে। তারা এক কর্মীর উপর চড়াও হয়ে ঘুঁষি-লাথি মারতে থাকে। পরিস্থিতি বেগতিক বুঝে ঘরে থাকা সকলে মিলেই ওই মদ্যপদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। বাড়ির নীচে আরও তিনজন যুবক ছিল। তাদের কাছে ধারালো অস্ত্র ছিল বলেও জানা গিয়েছে। কেন আচমকা দুষ্কৃতীরা হানা দিল, বুঝতে পারছে না তিনি। এর পিছনে কোনও বড় ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন তিনি।

    আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য জানিয়েছেন, ধারালো অস্ত্র সহ ৬ দুষ্কৃতীকে আটক করা হয়েছে। ধৃতদের বাড়ি আলিপুরদুয়ার শহর সংলগ্ন বীরপাড়া এলাকায়। তবে ঘটনার তদন্ত চলছে, ঘটনার পিছনে কী কারণ রয়েছে, এটা কি নিছকই ভুল না উদ্দেশ্য অন্য তা খতিয়ে দেখা হচ্ছে।

    এদিকে শাসকদলের জেলা সভাপতি তথা সাংসদেরল বাড়িতে এমন হামলায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাংসদের অভিযোগ, জেলায় মাতাল-নেশাসক্তদের দৌরাত্ম্য অনেকটাই বেড়ে গিয়েছে। নিশ্চয়ই বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে দেখবে।