বাজী বিক্রেতাদের নিয়ে সচেতনতা শিবির চন্দননগর পুলিশ কমিশনারেটের

সেখ আব্দুল আজিম : হুগলির জেলায় এই প্রথম বাজী বিক্রেতাদের নিয়ে সচেতনতা শিবির চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানার আই সি তাপস সিংহের উদ্যোগে। আজ বৃহস্পতিবার সকালে হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানার আই সি তাপস সিংহের উদ্যোগে। ডানকুনি পৌরসভার এলাকার ডানকুনি থানার অন্তর্গত বেশ কয়েকশো বাজী বিক্রেতাদের নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েগেল।যা হুগলি জেলা তথা ভিন্ন জেলার মধ্যে প্রথম। যা এর আগে কখনও এই ধরনের সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় নি বলে শিকার করেছেন।ডানকুনি পৌরসভার পৌর সদস্যরা ও বাজী বিক্রেতাদের একাংশ। একদিন মূলত শব্দ ও দূষণ বাজীর উপর সচেতন করবার জন্যই এই সচেতনতা শিবিরের আয়োজন করেছিলেন আই সি ডানকুনি থানা তাপস সিংহ।সচেতনতা শিবিরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি উপদেশ ও কি সচেতনতার বার্তা দিলেন আই সি তাপস সিংহ।