|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগণা : আজ জয়নগর বিধানসভার পদুয়া হাসপাতাল সংলগ্ন পাশর্বর্তী মাঠে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদীর জনসভা । জয়নগর বিধানসভায় ভারতীয় জনতা পাটির প্রার্থী রবীন সরদারের সমর্থনে জনসভা । এই জনসভা সাফল্যমণ্ডিত করতে দলীয় কর্মীরা সকাল থেকে ভীড় জমিয়েছেন ।
সভায় আসা দলীয় সমর্থক আমাদের কে জানালেন আমরা রাতে বাড়ী থেকে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় উদ্দেশে রওনা হয়েছি, প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে ও একটি বারের জন্য চোখে দেখতে । দেখতে কি পারবো যে ভাবে মানুষের জমায়েত। মানুষের উপস্থিতি প্রমান করে পশ্চিমবঙ্গে পরিবর্তন । প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী তাঁর ভাষণে মমতা ব্যানার্জির নাম 26 বার উচ্চারণ করেন, ও কাটমানী নিয়ে মুখ্যমন্ত্রী কে বেঁধেন । পশ্চিমবঙ্গে কোন কিছু পেতে গেলে দিদির চেলাদের কাটমানী দিতে হয় ।