মুর্শিদাবাদে নির্বাচনী জনসভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

রবিউল ইসলাম ও সামিম হোসেন সাগরদিঘি :  ২০ই এপ্রিল ২০২১ ( মঙ্গলবার) আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত সাহা ও নবগ্রাম বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী কাঁনাই চন্দ্র মন্ডলের সমর্থনে এদিন সাগরদিঘির দীঘার মোড়ে দুপুর সাড়ে ১২ টার সময় নির্বাচনী জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।উপস্থিত ছিলেন জেলার দলীয় সাংসদ খলিলুর রহমান, দলীয় প্রার্থী সুব্রত সাহা, দলীয় প্রার্থী কাঁনাই চন্দ্র মন্ডল, জেলা পরিষদের মেন্টর মোঃ সোহরাব আলি,ভারতী হাঁসদা ও জেলার নেতৃবর্গ ।

    এদিন তিনি জেলায় সপ্তম দফা ভোটের আগে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। এছাড়াও ফারাক্কার ইমাম নগর কৃষি খামার ও জিয়াগঞ্জ হাই স্কুল মাঠসহ জেলায় মোট তিনটি জনসভা করেন। তিনি বাংলায় আবার তৃতীয়বারের জন্য তৃণমূল সরকার গড়ার ডাক দেন। । তিনি এদিনের সভায় বিরোধী দল গুলোকে কটাক্ষ করতে ছাড়েননি।জেলার ২২শে ২২ টি আসন পেতে মরিয়া তৃণমূল কংগ্রেস। বিজেপি কেন্দ্রীয় সরকারের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেন। কোচবিহারের শীতলকুচি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মারের বদলে মার নই, বরং ব্যালটে ভোট দিয়ে বিজেপিকে জবাব দিতে হবে।কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী,রুপশ্রী প্রভৃতি জনকল্যানমূখী প্রকল্পের কথা তুলে ধরেন। এন আর সি ও এন পি আর আগামী দিনে হতে দেবেন না বলে জানিয়েছেন মমতা ব্যানার্জী।তিনি বাংলার উন্নয়নের কথা তুলে ধরে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট দিয়ে জেতানোর কথা বলেন।