মুর্শিদাবাদ বিজেপিতে ফের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক:- মুর্শিদাবাদ বিজেপিতে ফের পদত্যাগ। দলে গুরুত্ব না পেয়ে পদত্যাগ করলেন মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রতাপ হালদার ও জেলা কমিটির সদস্য তড়িৎকান্তি সারকার। তাঁদের অভিযোগ, জেলা সভাপতি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না।রবিবার দুপুরে লালবাগ দীনদয়াল সভাকক্ষে সাংবাদিক বৈঠক করে ইস্তফার কথা ঘোষণা করেন প্রতাপবাবু ও তড়িৎবাবু। এর পর প্রতাপবাবু বলেন, জেলায় মণ্ডল সভাপতি নিয়োগের সময় নির্বাচিত কমিটিতে যে আলোচনা হয়েছিল তা মানা হয়নি। নিজের ইচ্ছেমতো মণ্ডল সভাপতি বসিয়েছেন জেলা সভাপতি। যে সমস্ত লোকজন দলে সক্রিয় নন তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। অযোগ্য লোককে দায়িত্ব দিয়ে যোগ্য লোককে বসিয়ে রাখা হয়েছে।

    তিনি আরও বলেন, আমার অনুমান জেলা সভাপতির সঙ্গে তৃণমূলের আঁতাত রয়েছে। তৃণমূলের থেকে টাকা খেয়ে এসব করছেন উনি। মানুষ আমাদের সঙ্গে ছিল। কিন্তু মানুষকে উপযুক্ত নেতৃত্ব উপহার দিতে পারিনি আমরা। সঙ্গে তিনি বলেন, এবার থেকে দলের একজন সাধারণ কর্মী হিসাবে কাজ করব।বলে রাখি, গত ১৭ এপ্রিল মুর্শিদাবাদ কেন্দ্রের বিধায়ক গৌরীশংকর ঘোষ বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দেন। সেদিন একই রকম অভিযোগ তুলেছিলেন তিনি। রাজ্য বিজেপির অন্দরের খবর, রাজ্যস্তরে সংগঠন দিলীপ ঘোষের অনুগামী ও সুকান্ত মজুমদারের অনুগামীদের মধ্যে আড়াআড়ি ভেঙে গিয়েছে। যার ফলে জায়গায় জায়গায় তৈরি হচ্ছে বিরোধ।