|
---|
নিজস্ব সংবাদদাতা : ডাকাতির উদ্দেশ্যে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে সাগরপাড়া থানার পুলিশ মালোপাড়ায় এলাকাতে অভিযান চলায়। গ্রেপ্তার করা হয় মোস্তফা মন্ডল এবং রাকিবুল শেখ নামে দুই দুষ্কৃতীকে। তাদের থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, অপরাধ করার জন্যেই দুই দুষ্কৃতী জড়ো হয়েছিল। আসার কথা আরও কয়েকজনের। কিন্তু তার আগেই মোস্তফা মন্ডল এবং রাকিবুল শেখ নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে।
সোমবার দুজনকে আদালতে পেশ করা হচ্ছে। অন্যদিকে, জলঙ্গী থানার জয়কৃষ্ণপুর এলাকায় জালাল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ২৯১ বোতল ফেনসিডিল সিরাপ উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে। পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরেই জলঙ্গী থেকে বাংলাদেশে ফেনসিডিল সিরাপ পাচারের সঙ্গে জড়িত ছিল। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। ধৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।