|
---|
রফিকউদ্দিন মণ্ডলঃ ১৩ডিসেম্বর বৃহঃবার র্ধমান জেলার কেন্না নিমো ২নং গ্রাম পঞ্চায়েতের ১৫ নং সংসদে জোড়াসাঁকোর কাছে সরকার পরিচালিত পলিটেকনিক কলেজ পরিদর্শণ করেন রাজ্যের মন্ত্রী পূনেন্দু বসু ও মেমারী প্রাক্তন বিধায় হাজী হাসেম মণ্ডল ও সহ আরো বিশেষ ব্যাক্তি ছিলেন৷ উপস্থিত ছিলেন নিমো ৸২নং উপ প্রধান জাহির হোসেন ও নিমো ২নং পঞ্চায়েতের বাসিন্দারা৷ এই কলেজ সমস্ত কিছু দেখে যান৷ এই কলেজে বিভিন্ন এলাকার অনেক ছেলেমেয়ে পড়ারা সুযোগ পাবে৷