|
---|
নিজস্ব সংবাদদাতা :বিপুল পরিমান গাঁজা সহ একটি কন্টেনার আটক করল পুলিশ ।৫২ কেজি গাঁজা সহ একটি ছয় চাকার কন্টেনার আটক করে এনজেপি থানার পুলিশ । আটক গাড়ির চালক সহ খালাসি ।গোপন সূত্রে খবর পেয়ে , ফুলবাড়ির আমাইদিঘীর একটি লাইন হোটেল থেকে আটক করা হয় একটি কন্টেনার। কন্টেনারে গাড়ির চালকের সিট ও পার্শ্ববর্তী এলাকা থেকে উদ্ধার হয় ৫২ কেজি গাঁজা । পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী , আটক করা হয় গাড়ির চালক সুনীল কুমার ও খালাসি বাবু বর্মণকে ।হরিয়ানা নম্বরের গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে , কোচবিহার থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজার প্যাকেটগুলি । দীর্ঘদিন ধরেই , গাঁজা পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল অভিযুক্ত দু’জনেই ।শনিবার রাতে খাবারের জন্য আমাইদিঘীর লাইন হোটেলে দাঁড়িয়েছিল কন্টেনারটি ।সেখানেই গ্রেপ্তার করা হয় গাড়ির চালক এবং খালাসিকে।আজ রবিবারে তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।