সিউড়ি রামকৃষ্ণ সভাগৃহে এক দিনের প্রশিক্ষণ শিবির বিজেপির।

নিশির কুমার হাজরা। বীরভূম। সিউড়ী শহরের রামকৃষ্ণ সভাগৃহে অনুষ্ঠিত হল বিস্তারক বর্গের দলীয় প্রশিক্ষণ শিবির। ওই বিস্তারক বর্গের প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির দুই সদস্য মাননীয় অলোক কণ্ডু ও দিলীপ মিত্র মহাশয়।

    এছাড়া বীরভূম জেলার বিজেপি সভাপতি মাননীয় শ্যামাপদ মন্ডল সহ জেলার বিভিন্ন বিজেপি নেতৃত্ব। গতকাল বীরভূম জেলার জামুরিয়া গ্রামের পরিদর্শন করতে গিয়ে দলীয় নেতৃত্ব সহ বীরভূম জেলার বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল যে চিত্র দেখেছেন! শাসকদলের নির্বিকার অত্যাচারে সাধারণ মানুষের ঘরে ভাঙচুর লুটপাট এবং নানা নির্যাতন! সেই নির্যাতনের হাত থেকে জেলার সাধারণ মানুষ তথা শিক্ষিত সচেতন ভোটারদের কে সুস্থভাবে জীবন যাপন করার জন্য কিভাবে দলীয় নেতৃত্বের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ স্থাপন করা যায় এবং সরকারি প্রকল্পের সঙ্গে সাধারণ মানুষকে যুক্ত করে প্রকৃত উন্নয়নের দিশা দেখানো যায়! তার একটি সুচিন্তিত পরিকল্পনা নিয়েই আজকের দিনে একটি প্রশিক্ষণ শিবির প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল মহাশয়।

    আর সেই মতো রাজ্য নেতৃত্বদের উপস্থিতিতে আজকে শ্রীরামকৃষ্ণ সভাগৃহে বিস্তারক বর্গের একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। ওই শিবিরে দলীয় নেতৃত্ব ও কর্মী সহ উপস্থিতি ছিল চোখে পড়ার মত।