পাত্রসায়ের ব্লকে বিদ্যুৎ পরিষেবা মেলা

সেখ আজফার হোসেন, বিষ্ণুপুর : পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কম্পানি লিমিটেডের নির্দেশ অনুসারে বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের বেতুড় গ্রামে অনুষ্ঠিত হল বিদ্যুৎ পরিষেবা মেলা।২৯ শে জানুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় পাত্রসায়ের গ্রাহক পরিষেবা কেন্দ্রের উদ্যোগে পরিষেবা প্রদান অনুষ্ঠানটি শুরু হয়। এ দিনের পরিষেবা প্রদান অনুষ্ঠানে এলাকার কয়েক শো বিদ্যুৎ গ্রাহক তাদের বকেয়া বিদ্যুৎ বিল মেটাতে উপস্থিত হন । বিদ্যুৎ গ্রাহক পাটিত গ্রামের বাসিন্দা অপূর্ব পাল বলেন, আমার ১ লক্ষ ৩০ হাজার টাকার বিল বাকি ছিল। আজ পরিষেবা মেলায় ৭৫ হাজার টাকা জমা করার সাথে সাথেই পুনরায় আমার বিদ্যুৎ সংযোগ জুড়ে দেওয়া হয়। এমনকি বকেয়া বকি বিল ধান ওঠার পরিশোধের সুযোগ দেওয়া হয়। এ দিনের পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত এলাকার অধিকাংশ মানুষ বলেন, ঘরের কাছে এই পরিষেবা পেয়ে আমার খুব খুশি। তাছাড়া অফিসের হয়রানি থেকেও বাঁচা গেছে।
পাত্রসায়ের গ্রাহক পরিষেবা কেন্দ্রের স্টেশন ম্যানেজার অভিষেক রায় বলেন, গ্রামের সাধারণ মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দিতে পারে খুব ভালো লাগছে । সেই সঙ্গে সরকারের যে প্রচুর পরিমাণ বিল বকেয়া পড়ে ছিল সাধারণ মানুষের কাছে এই পরিষেবা মেলার মাধ্যমে তা উদ্ধার করা সম্ভব হচ্ছে। আজকের পরিষেবা মেলায় ১০ লক্ষ টাকা বকেয়া বিল আদায় করা হয়েছে।
এদিনের পরিষেবা মেলায় উপস্থিত ছিলেন, পাত্রসায়ের গ্রাহক পরিষেবা কেন্দ্রের এস, এ ,ঈ রঞ্জিত বরুয়া , সুরজিৎ দাস, বিমান ভদ্র, সেখ জুড়ান , তাপস মন্ডল, বিকাস কুণ্ড প্রমুখ।