পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে পৌরসভার কুড়িটি ওয়ার্ডে বর্ষাকালে পতঙ্গ বাহিত রোগ দমন কর্মসূচি।


নতুন গতি, মালদা ২৩ জুলাই। আজ পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে পৌরসভার কুড়িটি ওয়ার্ডে বর্ষাকালে পতঙ্গ বাহিত রোগ দমন করার জন্য বিভিন্ন নালা, জলাশয়ে প্রায় আড়াই লক্ষ মাছ গাপ্পি মাছ ছাড়া হয়। প্রথমে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পৌর দপ্তরের পিছনে একটি বড় জলাশয়ে প্রায় ২০০০ গাপ্পি মাছ ছাড়া হয় , গাপ্পি মাছ ছাড়েন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভা স্বাস্থ্য দপ্তরের নোডাল অফিসার সাধন দাস সহ অন্যান্য পৌর কর্মী ও স্বাস্থ্যকর্মীরা । জানা যায় যে বর্ষাকালে বিভিন্ন নালা, জলাশয়ে জমে থাকা জলে ডেঙ্গু মশা জন্মায় এবং এই মশার ফলে বিভিন্ন এলাকায় ডেঙ্গু , চিকুনগুনিয়া ও এনকেফেলাইটিস বিভিন্ন ধরনের পতঙ্গ বাহিত রোগের প্রকোপ দেখা যায়, তাই ডেঙ্গু মশার লার্ভা কে নষ্ট করার জন্য এই সব জায়গায় গাপ্পি মাছ ছাড়া হচ্ছে যাতে মশা জন্মের আগেই এই মাছ মশার লার্ভা গুলোকে খেয়ে নষ্ট করে দেয়। পৌর প্রধান কার্তিক ঘোষ জানান যে এই পতঙ্গ বাহিত রোগ দমনের জন্য তাদের স্বাস্থ্য টিম গঠন করা হয়েছে এবং ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে বিভিন্ন জায়গায় জলাশয়, নালা এবং পরিত্যক্ত টায়ারে জমা জল বিভিন্ন জায়গায় নজরদারি চালানো হচ্ছে যাতে ওয়ার্ডে ওয়ার্ডে পরিবেশ সুস্থ রাখা যায় তার জন্য যা যা করণীয় তা করা হবে ।