শুক্রবারেও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস

নতুন গতি ওয়েব ডেস্ক: বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তও। যা ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হবে আগামী ৪৮ ঘন্টা। বিহার এবং ঝাড়খণ্ডের ওপরে গিয়ে পড়বে। যার জেরে বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারেও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

    বৃহস্পতিবারের সতর্কবার্তা

    এদিন অতিরিক্ত বৃষ্টির সতর্কতার জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায়। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম জেলায়।

    শুক্রবারের সতর্কবার্তা

    ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া জেলায়। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায়।

    ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা

    আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে হাওয়া বয়ে যেতে পারে। যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

    মৎস্যজীবীদের জন্য জারি লাল সতর্কতা

    বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে সুস্পষ্ট নিম্নচাপের উপস্থিতির কারণে সমুদ্রে ঘন্টায় ৪৫ কিমির বেশি বেগে হাওয়া বয়ে যেতে পারে। সেই কারণে মৎস্যজীবীদের বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারেও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

    আবহাওয়া দফতরের বাড়তি সতর্কবার্তা

    আবহাওয়া দফতরের বাড়তি সতর্কবার্তায় বলা হয়েছে, এই বৃষ্টির জেরে বিভিন্ন জায়গায় নদীতে জলস্তর বেড়ে যাচ্ছে এবং নিচু এলাকাগুলিও প্লাবিত হচ্ছে। যেসব জেলায় শুক্রবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সব জেলার জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে অতিবৃষ্টির জেরে মাঠে থাকা ফসলেরও ক্ষতি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।