ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় বিরাট মিছিল ও সমাবেশের আহবান

সংবাদদাতা : ফিলিস্তিনে নিস্পাপ শিশু, মহিলা সহ নিরীহ সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে আগামী ২ নভেম্বর, বৃহস্পতিবার বিরাট প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। বেলা ১টায় মিছিল শুরু হবে মৌলালী সংলগ্ন রামলীলা পার্ক থেকে এস এন ব্যানার্জি রোড ধরে মিছিল গিয়ে পৌঁছাবে ধর্মতলার রাণী রাসমণী এভিনিউতে। মিছিল শেষে সেখানে হবে প্রতিবাদ সমাবেশ। এই মিছিল ও প্রতিবাদ সমাবেশের আহবান করেছে রাজ্যের অরাজনৈতিক একাধিক গণসংগঠন। রাজ্যের বিভিন্ন সংখ্যালঘু সংগঠন, ইমাম সংগঠন, ধর্মীয় ও মানবাধিকার সংগঠন সম্মিলিতভাবে ওই প্রতিবাদ সভা সফল করার আহবান জানিয়েছেন রাজ্যের শান্তিপ্রিয় জনগণের কাছে। সভায় বিভিন্ন ধর্মীয় সংগঠনের শীর্ষ নেতৃত্ব, মানবাধিকার কর্মী, মুসলিম পার্সোনাল ল-বোর্ডের সদস্য, গণ আন্দোলনের সংগঠকগণ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এইসভায় অংশগ্রহণের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের মসজিদে শুক্রবার জুমা মসজিদে ঘোষণা করা হয়েছে। আয়োজকদের পক্ষথেকে জানানো হয়েছে সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ প্রতিবাদ সমাবেশের সাক্ষী থাকবে মহানগর।

    উল্লেখ্য, যুদ্ধবাজ ইজরায়েল গত ৭৫ বছর ধরে ফিলিস্তিনে অমানবিক আগ্রাসন চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের ভিটেমাটি দখল করতে কর‍তে প্রায় সমগ্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে দখল করে নিয়েছে। শুধু তাই নয় বাস্তুচ্যুত ফিলিস্তিনি নারী-শিশু সহ সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করে চলেছে দশকের পর দশক জুড়ে। হামাস এই দখলদারি ঠেকাতে তৎপর হতেই ফিলিস্তিনে ইজরায়েল বর্বর হামলা শুরু করেছে। ধ্বংস্তুপে পরিণত হয়েছে গাজা শহর। আন্তর্জাতিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে হাসপাতালে বোমাবর্ষণ করে হত্যা করেছে শত শত মানুষকে। ওষুধ পানীয়জল বন্ধ করে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অমানবিকতার ঘৃণ্য নিদর্শন স্থাপন করেছে। এই অমানবিক আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছে। পশ্চিমবঙ্গের মানুষও সেই প্রতিবাদের তালিকায় নাম লেখাতে ২ নভেম্বর বৃহস্পতিবার পথে নামতে চলেছে।