বৃক্ষরোপণ ও পরিবেশ সংক্রান্ত সচেতনতা

    আজিম শেখ, নতুন গতি, রামপুরহাট:  সম্প্রতি কয়েকদিন থেকেই সারা দেশ ও রাজ্য জুরে জেলায় জেলায় চলছে বৃক্ষ রোপন, জল অপচয় ও প্লাস্টিক বর্জন বন্ধ করুন কর্মসূচী, সেই রকমই কর্মসূচি পালন করলেন আজ কাষ্ঠগড়া শিশু শিক্ষা নিকেতন বিদ্যালয়। পরিবেশ রক্ষার বিভিন্ন কর্মসূচী চলছে বিদ্যালয়ে। শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা ও ছাত্র -ছাত্রীদের নিয়ে চলছে এই কর্মসূচী৷

    ৩০ জুলাই ছাত্র ছাত্রীদের নিয়ে
    ক্ষুদেরাও পরিবেশ সংক্রান্ত সচেতনতা সেটা জানালেন কাষ্ঠগড়া শিশু শিক্ষা নিকেতন।
    বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয়া জানান নয়াপ্রজন্মকে পরিবেশ রক্ষার পন্থা ভালোভাবে বোঝালে তাঁরাই পারবে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে৷
    কেননা, তারাই ভবিষ্যতের কান্ডারি৷
    প্রতিটি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে এই রকম কর্মসূচি পালন করা দরকার।
    পরিবেশ কে সুস্থ রাখতে গেলে আমাদের সবাই কে এগিয়ে আসতে হবে বলে জানান।