১২ বছরের বালক লিখলো ‘বালমুখী রামায়ন’, মুগ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নতুন গতি নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশের তিন শিশু – ইন্দোরের আভি শর্মা, অনুপপুরের বনিতা দাস এবং হারদার অনুজ জৈন – সোমবার একটি ভার্চুয়াল ইভেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছেন।

    কিন্তু এদের সবার মধ্যে নজর কারলেন ইন্দোরের আভি শর্মা। ১২ বছর বয়সে করে দেখালো এক আশ্চর্য কাজ। নিজস্ব সংস্করণে লিখলো ‘বালমুখী রামায়ন’। সে খুব কম পুরষ্কারপ্রাপ্তদের মধ্যে একজন যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করার সুযোগ পেয়েছিলো।

    মুগ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার প্রতিভার রহস্যের কথা জিজ্ঞেস করায় সে বলে যে লকডাউনে রামায়ন দেখে সে এটাকে নিজের মতো করে লেখার অনুপ্রেরণা পেয়েছে।

    সে আরো জানায় যে সবকিছু ভগবান শ্রী রামের ইচ্ছেতে হয়েছে এবং ‘মর্যাদা পুরুষত্বমের’ মধ্যে সেই সব গুন আছে যা সবার মধ্যে থাকা উচিত আর সেটাই সে সমস্ত বাচ্ছাকে শেখাতে চায়।

    আভির মা বাবা জানান ছোটবেলা থেকেই তাদের সন্তানের সাহিত্য ও ধর্মের প্রতি আগ্রহের কথা।