প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত কতটা অসফল, তা জানালেন জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা

দেবজিৎ মুখার্জি: স্বচ্ছ ভারতের সফলতা নিয়ে একাধিকবার প্রচার করতে শোনা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কিন্তু আদৌ কি এই স্বচ্ছ ভারত সফল? জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা কিন্তু বলছে উল্টো কথা।

    সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় ২৬ শতাংশ ভারতীয় বা প্রায় ৩৫ কোটি মানুষ এখনও প্রকাশ্যে মলত্যাগ রাম এবং শীর্ষে রয়েছে বিজেপি জোট শাসিত বিহার। বিহারে প্রায় ৪৪ শতাংশ মানুষ আজও খোলা জায়গায় মলত্যাগ করেন। তারপরেই রয়েছে তামিলনাড়ু। প্রায় ৩৪ শতাংশ মানুষ আজও খোলা জায়গায় মলত্যাগ করেন তামিলনাড়ুতে।