|
---|
নিজস্ব প্রতিনিধি, সুতি : পুলিশ দিবসের দিনেই ট্রাফিক সচেতনতায় স্কুল ছাত্র ও অভিভাবকদের মধ্যে হেলমেট বিতরণ করে সামশেরগঞ্জের ডাকবাংলা সাব ট্রাফিক গার্ড। শুক্রবার মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার পুলিশের তত্ত্বাবধানে ডাকবাংলা সাব ট্রাফিক গার্ড অফিসে আনুষ্ঠানিকভাবে মোট ৪০ জনকে হেলমেট প্রদান করা হয়। অভিনব উদ্যোগে ছাত্রদের মাঝে এই হেলমেট বিতরণ অনষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাক্কার এসডিপিও রাসপ্রীত সিং, সামসেরগঞ্জ থানার ওসি সুমিত বিশ্বাস, ট্রাফিক গার্ডের ইনচার্জ আশিক মুক্তার সহ অন্যান্য কর্মকর্তারা। এদিন হেলমেট বিতরণের পাশাপাশি ট্রাফিক নিয়ে সাধারন মানুষকে সচেতনতার বার্তা প্রদান করা হয় পুলিশের পক্ষ থেকে।