মুর্শিদাবাদের বেলডাঙায় বিজেপির পরিবর্তন রথ আটকানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে, বিজেপি-পুলিশের সঙ্গে গণ্ডগোলে রণক্ষেত্র বেলডাঙা

নতুন গতি ওয়েব ডেস্ক: বিজেপির পরিবর্তন রথযাত্রায় বাধা পুলিশের, বিজেপি-পুলিশের গণ্ডগোলে রণক্ষেত্র বেলডাঙা। মুর্শিদাবাদের বেলডাঙায় বিজেপির পরিবর্তন রথ আটকানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। যে পথে বিজেপির রথ যাওয়ার কথা ছিল, সেই পথে উত্তেজনার পরিবেশ তৈরি হতে পারে, এই আশঙ্কায় সেই পথে রথ যেতে বাধা দিল পুলিশ। পরিবর্তে অন্য রুট ধরে বিজেপির রথ যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু বিজেপি নেতৃত্ব আগের ঠিক করা রুট অর্থাৎ বেলডাঙা ও হরিহরপাড়া বিধানসভার উপর দিয়েই পরিবর্তন যাত্রার রথ নিয়ে যেতে চায়। এই কারণেই গণ্ডগোল বাঁধে বিজেপি ও পুলিশের মধ্যে।

    পুলিশের পক্ষ থেক বিজেপি নেতৃত্বকে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে বেলডাঙা থেকে বহরমপুর পর্যন্ত হাইওয়ে ধরে রথ যেতে পারে। কিন্তু এছাড়া অন্য কোনও রুট ধরে রথ নিয়ে যাওয়া যাবে না, একথাই বলা হয়। এও জানানো হয় যে সকাল আটটা থেকে বিকেল পাঁচটার মধ্যে রথযাত্রা নিয়ে যেতে হবে। একমাত্র সভাস্থলে মাইক ব্যবহার করা যাবে। রথযাত্রার সঙ্গে কোনওরকম রথ যাবে না। অর্থাৎ, বিজেপিকে শর্তসাপেক্ষে রথযাত্রা করার অনুমতি দেয় প্রশাসন।

    পরিবর্তন রথ নিয়ে যেতে বললেও তাতে একেবারেই রাজী নয় বিজেপি। যে রুটে রথ যাওয়ার কথা বলে বিজেপি, তা সংখ্যালঘুদের এলাকা। এর জেরে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করে পুলিশ। কিন্তু এদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন বিজেপি সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে, এমন মিথ্যে তথ্য প্রমাণ করতে রথযাত্রায় হামলা করতে পারে তৃণমূল। এর জেরে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়।