|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- বীরভূম জেলার রাজনগর ব্লকের খানকাহ- এ-বোখারিয়া, গাইসাড়া শরীফের গদ্দীনসীন পীরে তরীকত হজুর সইফ এ মিল্লাত আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ সাইফুল হোসেন বোখারী উমরাহ হজের উদ্দেশ্যে বাড়ি থেকে সোমবার রওনা হলেন কলকাতা অভিমুখে।
তার আগেই উনার মুরিদান সহ ভক্তদের নিয়ে স্থানীয় গ্রামে বিরাজমান দাদা হুজুর এবং আব্বা হজুরের মাজার শরীফ জিয়ারত ও মিলাদ মাহফিল এবং দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।এরপর হজরত সৈয়দ সাইফুল হোসেন বোখারীকে সালাম, মোলাকাত এবং ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন উপস্থিত ভক্তগন।
তিনিও সকলের জন্য দোয়া করেন এবং হজে গিয়ে সেখানেও তিনি বিশ্ব শান্তি সহ সকলের মঙ্গলকামনার্থে দোয়া করবেন বলে জানা যায় ভক্তদের কাছ থেকে।