|
---|
সেখ সামসুদ্দিন, ২৮ এপ্রিলঃ বর্জ্য সমস্যা সমাধান এবং পরিবেশ সুরক্ষা ও সচেতনতায় আগামী দশ দিন ব্যাপী জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছে সুইচ অন ফাউন্ডেশন। এদিন মেমারি ১ব্লকে সেই কর্মসূচির সূচনা হয়। অ্যাডভান্স ট্রেনিং অ্যাকাডেমি এবং মেমারি আঁচল স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং সুইচ অন ফাউন্ডেশনের সহযোগিতায় পরিবেশ সুরক্ষায় “মুভ ফর আর্থ” শীর্ষক পদযাত্রা আয়োজিত হয় মেমারি রেল স্টেশন সংলগ্ন বাজারে। শতাধিক যুবক যুবতী অংশ নেয় এই পদযাত্রায়। পরবর্তীতে দেবীপুর স্টেশন উচ্চ বিদ্যালয় এবং রসুলপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয়ে “বায়ু দূষণ রোধে ছাত্রছাত্রীদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতা আয়োজিত হয়। রোদ্দুর স্বেচ্ছাসেবী সংস্থার তরফে হয় বৃক্ষরোপণ। উদ্যোক্তাদের তরফে সন্দীপন সরকার জানান এই পর্যায়ে ৯টি ব্লকে ২৪ টি স্বেচ্ছাসেবী সংস্থা অংশ নেবে বায়ু দূষণ রোধ, বর্জ্য সমস্যা সমাধানে নানা কর্মসূচিতে। হবে সাইকেল যাত্রা ও পরিবহন কর্মীদের ফুসফুসের স্বাস্থ্য পরীক্ষা শিবির।