|
---|
বাবলু হাসান লস্কর, জয়নগর, দক্ষিণ চব্বিশ পরগনা : প্রত্যয়ের উদ্যোগে রাখীবন্ধন উৎসব ২০২২ পালিত হলো জয়নগর ও বকুলতলা থানা এলাকায়। বারুইপুর জেলা পুলিশ, দক্ষিণ বারাশত চক্ষু হাসপাতাল এবং জয়নগর চক্ষু হাসপাতালের সহযোগিতায়। সেই সাথে প্রত্যয়ের সকল ছাত্র ছাত্রী দের উপস্থিতিতে ২০০০ হাজারের বেশি রাখী সহ মিষ্টি বিতরণও দেখা মেলে। বকুলতলা থানার সম্মুখে জয়নগর জামতলা মেনরোডের পাশে কয়েক হাজার মানুষকে নিয়ে সৌভ্রাতৃত্বের পবিত্র রাখীবন্ধন উৎসব সুসম্পন্ন হয়। বকুলতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি তাপস মন্ডল উদ্ভোধনের শুভসূচনা করেন রাখী পরিয়ে। পথ চলতি সকল মানুষ খুব আনন্দিত ও অভিনন্দন পোষণ করেন, এই উৎসবকে ভবিষ্যৎ এ আরো বড়ো করে এই থানা অঞ্চলে করা যায় তার বার্তা দিয়েছেন।পথচলতি মানুষজন, সৌভ্রতৃত্বের অটুটবন্ধন শুধুমাত্র ভাইবোনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবধ্যের মাধ্যমে অটুট বন্ধনে আবদ্ধ হউক। পবিত্র রাখীবন্ধন উৎসবে আমরা যেনো এগিয়ে নিয়ে যেতে পারি নতুন প্রজন্মকে এই বার্তা দিলেন প্রত্যয়ের চিফ কোচ দেবব্রত হালদার মহাশয় ও কৃষ্ণনেন্দু ঘোষ সহ এস আই অফ স্কুলের আধিকারীক, বকুলতলা থানায় রাখীবন্ধন উৎসবে উপস্থিত ছিলেন প্রত্যের সভাপতি কৃষ্ণনেন্দু ঘোষ, প্রত্যয়ের সম্পাদিকা গীতা নন্দী, প্রত্যের চিফকোচ শিহাণ দেবব্রত হালদার, অলোকেশ গায়েন, সৌম্যজিৎ দাস, ফিল্ডকোচ রাহিদা মোল্লা সহ প্রত্যয়ের সকল ছাত্র ছাত্রী, ছিলেন দক্ষিণ বারাশত চক্ষু হাসপাতালের কর্ণধর দেবব্রত দাস, স্পন্দন নার্সিংহোমের কর্ণধার ডঃ হরিসাধণ নস্কর,সুরভী মুখ্যার্জী, কাবেরী দাস, প্রত্যয়ের সকল মেম্বার সহ বকুলতলা থানার সকল অফিসার, কর্মীবৃন্দ এবং বিশিষ্টজনেরা। প্রত্যয় সকল পরিবারকে ও পবিত্র রাখী পূর্ণিমার পুণ্যতিথিতে সবাইকে শুভেচ্ছা, নমস্কার জানালো সেইসাথে সবাইএর সুস্থতা কামনা করলো এই রাখীবন্ধন উৎসবে এ এক অভিনব আত্মশক্তির উত্তরনে প্রত্যয়।