|
---|
শেখ আব্দুল আজীম : ২৭সেপ্টেম্বর উত্তর কলকাতার মানিকতলায় ২৮ নম্বর ওয়ার্ডে প্রেমচাঁদ শিশু শিক্ষা নিকেতনে ৪০ জন গরিব অসহায় ছোট বাচ্চাদের শারদীয়া দুর্গা উৎসব উপলক্ষে বস্ত্র-খাদ্য ,কিছু টাকা দিয়ে আর্থিক সাহায্য করা হয়। জসয়াল সংরক্ষক সংঘ সেক্রেটারি রাজিব জসয়াল এবং ট্রেজার অক্ষয় জসয়াল ব্যক্তিবর্গ সহযোগিতায় ছোট ছোট বাচ্চাদের কিছু সাহায্য দেওয়া হয়। আজকের এই মুখ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জসয়াল সংরক্ষণ সংঘের সদস্য বৃন্দ প্রিয়াঙ্কা জাসয়াল,লক্ষ্মী জসয়াল, পূজিতা জসয়াল, রজনী গুপ্তা, প্রিন্সিপাল সুমন সিং, অনুষ্ঠানটি সহযোগিতা করেন আনিল জসয়াল রাই।