শিক্ষক দিবস উপলক্ষে প্ৰাথমিক বিদ্যালয়ের রক্তদান শিবির

নিজস্ব প্রতিবেদক, কেশপুর: আনন্দপুর চক্রের ব্রাহ্মণডিহা প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় শিক্ষক দিবস উপলক্ষে একটি মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই বছর চতুর্থ বর্ষে পদার্পণ করল বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দমোহন দলবেরা মন্ডল ।

    আজকের এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নম্বর আমড়াকুচি অঞ্চলের শিক্ষাবন্ধু ইউসুফ খান , রাধারমন বাবু, চিত্তরঞ্জন ওঝা, শিক্ষানুরাগী শ্রী প্রশান্ত খামরুই প্রমুখ। আজকের এই রক্তদান কর্মসূচিতে বিদ্যালয়ের জন 5 শিক্ষক সহ মোট 37 জন রক্ত দান করেছেন। এর মধ্যে মহিলা ছিলেন 12 জন। রক্ত সংগ্রহে ছিল ডেবরা ব্লাড ব্যাংক এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন সকলেই।