|
---|
নূর আহমেদ,মেমারি : ৭ সেপ্টেম্বর পূর্ব বর্ধমান জেলার, মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকে বিডিওর কাছে ডেপুটেশন দিল দেউলিয়া গ্রামের মানুষজনরা।স্থানীয়রা জানান দেউলিয়া এলাকায় ৪০ টি পরিবারে ১২০০ জনের বাস। প্রত্যেক বাড়িতে কলের কানেকশন থাকলেও জল আসে না,দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন তারা,জলের সমস্যা মেটাতে, এই দিনের এই ডেপুটেশন দেয়া হয় বলে জানা যায়। কল থাকা সত্ত্বেও জলের ব্যবস্থা হয়নি এলাকায়, ফলস্বরূপ, ভোগান্তির শিকার দেউলিয়া গ্রামের মানুষজনরা।এর আগেও বিডিও অফিসে, জলের সমস্যা নিয়ে, ডেপুটেশন দেয়া হয়েছিল, কোনরকম কাজ হয়নি বলে, জানান এলাকার মানুষজনরা, যদিও এদিনের ডেপুটেশনে, তিনি সমাধানের আশ্বাস দিয়েছেন, এলাকাবাসীকে।
এই ঘটনায়, মেমারি এক পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি জানান দ্রুত সমাধানের আশ্বাস দেন তারা,
প্রসঙ্গত,জলের সমস্যার জন্য, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে তৃণমূল নেতাদের জানিয়েও , কোনরকম সমস্যার সমাধান হয়নি বলে জানান তারা।