মালদা শহরের যুব আবাস প্রাঙ্গনে ৩২ তম মালদা জেলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার

নতুন গতি ওয়েব ডেস্ক: শহরের যুব আবাস প্রাঙ্গনে ৩২ তম মালদা জেলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়াও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন, জেলাশাসক রাজর্ষী মিত্র, পুলিশ সুপার অলক রাজোরিয়া, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, মালদা রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, বিধায়িকা সাবিনা ইয়াসমিন, ৩২ তম মালদা জেলা বই মেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ দাস, সুমালা আগরওয়ালা সহ অন্যান্যরা।

    জানা গিয়েছে, ১৯ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে ৩২ তম মালদা জেলা বই মেলা। গত দুই বছর ধরে বই মেলা অনুষ্ঠিত হয়েছিল মালদা শহরের সদরঘাট এলাকায়। তার আগে মেলা অনুষ্ঠিত হত মালদা কলেজ ময়দানে। এবছর ৩২ তম মালদা জেলা বই মেলা অনুষ্ঠিত হচ্ছে মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড যুব আবাস প্রাঙ্গণে। বই মেলায় মোট ১৪০ টি স্টল রয়েছে। তারমধ্যে কলকাতার ৫০ টি বইয়ের স্টল, এছাড়াও বাংলাদেশের বইয়ের স্টল রয়েছে মেলায়।