|
---|
নতুন গতি নিউজ ডেস্ক। জেলায় রাজনৈতিক অশান্তির শেষ নাই! কোন পক্ষই পিছু হটতে চাই না। ভালো কাজের থেকে মন্দ কাজের মাত্রা অতিরিক্ত হওয়ায় শাসকদল বারবার উঠে চলেছে আইনের কাঠগড়ায়। তথাপি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের উপর মিথ্যা কেশ দিয়ে পুলিশি লকআপে ঢুকিয়ে রাখছেন শাসক দল। নির্দোষ ব্যক্তি পুলিশি ধরপাকড় ভয়ে আতঙ্কিত হয়ে অনেকেই বীরভূম জেলা ছেড়ে অন্যত্র থাকতে শুরু করেছেন বলে সূত্রের খবর!
এ ছাড়া আজ সাতদিন হতে চলেছে সিউড়ির কান্ডে হাট ইকরা গ্রামের বিজেপি কর্মীদের বাড়ি ভাংচুরের পর ওই গ্রামে অশান্তি বেড়েই চলেছে। পুলিশের সামনে গণপিটুনি, প্রাণে মারার হুমকি, বোমাবাজি কোনটাই বাদ যায়নি! পাঁরুই থানার ওসিকে সাসপেন্ড করা সত্বেও ওই গ্রামে এখন আতঙ্কের ছায়া গ্রাম পুরুষ শূন্য করে তুলেছে!
বাচ্চারা বাড়ির বাইরে আসতে পারছে না স্কুল পড়ুয়া যেতে পারছেনা! স্কুল দোকানপাট সব বন্ধ! চাষের খেতে চাষ করা মানুষ নেই! গ্রামের বৃদ্ধা, গৃহবধূ, মহিলারা আজ বড় অসহায়! কঠোর নিরাপত্তাহীনতায় ভুগছে। সবথেকে নিগৃহীত হচ্ছে যেসব মানুষ অন্যের বাড়িতে দৈনিক মজুরি তে কাজ করে তাদের বাড়িতে হেসেল বন্ধ হতে চলেছে গ্রামের গরিব মানুষ না খেয়ে কত দিন বাঁচবেন। সে কথা ভাববার অবকাশ নাই শাসক দল ও প্রশাসনের।
ফলের আজ জেলা বিজেপির তরফ থেকে মোহাম্মদ বাজার ও সিউড়িতে শান্তি ফিরিয়ে আনার দাবিতে পথ অবরোধের শামিল হয় বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল এর নেতৃত্বে বলে খবর পাওয়া গেছে! এদিন বিজেপি কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষের জমায়েত চোখে পড়ার মত ছিল!