*রাবেতায়ে মাদারিসের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে দেওবন্দের দাখেলা পরীক্ষার নাযিম*

আসিফ আলম, নতুন গতি, বহরমপুর :পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়ার সভাপতি জনাব মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেব ও পরীক্ষা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করলেন দারুল উলূম দেওবন্দের দাখেলা পরীক্ষার নাযিম জনাব মাওলানা খুরশিদ আনোয়ার সাহেব। শুক্রবার কলকাতার জমিয়তে উলামা ভবনে রাজ্য রাবেতার বার্ষিক পরীক্ষার বিষয়ে দেড় ঘন্টা ধরে এই বৈঠক হয় বলে জানা গেছে। জনাব মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেবসহ এই বৈঠকে উপস্থিত ছিলেন রাবেতায়ে মাদারিসের রাজ্য সম্পাদক মুফতি আব্দুস সালাম, মাওলানা মতিউর রহমান, মুফতি আসাদুল্লাহ প্রমুখ। উল্লেখ্য, গত ২০ বছর ধরে দারুল উলূম দেওবন্দের দাখেলা (প্রবেশিকা) পরীক্ষার নিয়ামকরূপে দায়িত্ব পালন করে চলেছেন জনাব মাওলানা খুরশিদ আনোয়ার সাহেব। তিনি রাজ্য রাবেতার সভাপতি জনাব মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেবের সাথে এই দীর্ঘ বৈঠকে চলতি বছরের পরীক্ষার বিষয়ে খুঁটিনাটি আলোচনা করেন; প্রশ্নপত্র দেখেন। পরীক্ষা সংক্রান্ত বিষয়ের প্রতিটি স্তরের হেদায়াতনামা তাঁর হাতে তুলে দেওয়া হয়। পরীক্ষার্থীদের খাতা কীভাবে দেখা হবে সেবিষয়ে তিনি পরীক্ষা কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। বার্ষিক পরীক্ষার বিষয়ে রাজ্য রাবেতার কর্মতৎপরতা দেখে তিনি অভিভূত হন ও প্রাণভরে দুয়া করেন। পশ্চিমবঙ্গ রাবেতা যে সর্বভারতীয় রাবেতা বোর্ডে শীর্ষস্থান অধিকার করেছে সেবিষয়ে তিনি দরাজ ভাষায় শংসাপত্র প্রদান করেন। প্রশ্নপত্র যাতে সহজবোধ্য হয় সেবিষয়ে তিনি পরামর্শ দেন। ছাত্ররা যাতে প্রশ্নপত্র পড়ে বুঝতে পেরে সঠিকভাবে উত্তরপত্রে লিখতে পারে পরীক্ষা সেন্টারে যারা নিগরা বা দায়িত্বপ্রাপ্ত আছেন তাঁদের নজর রাখতে হবে। উত্তরপত্র মূল্যায়ন করার বিষয়ে তাঁর পরামর্শ, পরীক্ষকরা যাতে কোন অবস্থাতেই পক্ষপাত না করে তা সুনিশ্চিত করতে হবে। এছাড়া সহজ পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করতে হবে কারণ কম নম্বর দিলে ছাত্রদের উৎসাহ হ্রাস পেতে পারে। 

    দারুল উলূম দেওবন্দে ছাত্রভর্তির জন্য দীর্ঘ এক মাসের প্রশিক্ষণ ক্যাম্প চালানোর যে সিদ্ধান্ত রাজ্য রাবেতা কমিটি গ্রহণ করেছে তাকে অধ্যাপক মাওলানা খুরশিদ আনোয়ার সাহেব স্বাগত জানান। কোন কোন জামা’তে ছাত্রদের কীভাবে গাইড করতে হবে সেবিষয়ে তিনি পরীক্ষা নিয়ামক মুফতি আসাদুল্লাহ সাহেবকে নোট করিয়ে দেন। পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সহযোগিতায় পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া মহীরূহে পরিণত হয়েছে তাঁর ভূয়সী প্রশংসা করেন তিনি। এরপর তিনি জমিয়তে উলামা ভবনের তিনতলা পরিদর্শন করেন ও তৎসংশ্লিষ্ট প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
    অন্যদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা ও পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার সভাপতি জনাব মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেব আসন্ন বার্ষিক পরীক্ষার পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়েছেন। এর পাশাপাশি পরীক্ষাপর্ব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেবিষয়ে পরীক্ষকমন্ডলী ও মাদ্রাসা কর্তৃপক্ষকে কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছেন। এই পরীক্ষার ফলাফল দেওবন্দে প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়েছে সেকথাও তিনি জানিয়েছেন।