রায়নায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও অপারেশন শিবির।

সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদরের রায়নাতে ১১ অক্টোবর অনুষ্ঠিত হল বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা ও অপারেশন শিবির। উদ্যোক্তা ছিল বিরহাটা কনজিউমার অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশন। সহযোগিতায় জামালপুর লায়ন্স ক্লাব। শিবিরের উদ্বোধন করেন বর্ধমান ও জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচারক ও মানবাধিকার কর্মী কাজী মোহাম্মদ রফিক। এ দিনের শিবিরে ডাক্তার বাবুরা দেড়শো জন রোগীর ছানি অপারেশনের জন্য নির্বাচন করেন। কাজী মোহাম্মদ রফিক জানান, এই শিবির কে কেন্দ্র করে এলাকায় ব্যাপকভাবে সাড়া মিলেছে। বিপন্ন রোগীরা যারা অর্থের অভাবে চোখের পরীক্ষাও অপারেশন করাতে পারেন না সেই সমস্ত রোগীদের এখানে পরিষেবা দেওয়া হল। শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরহাটা কনজিউমার অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশনের পক্ষে উত্তম মজুমদার, শেখ লিয়াকত আলী, কাজী আসিফ আলী। এছাড়াও ডা: ঋত্বিক ভট্টাচার্য, বাসুদেব পাল, টুলু কর্মকার, শায়ক ব্যানার্জি প্রমুখ।