|
---|
নিজস্ব সংবাদদাতা : প্রথমে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ। পরে সেই কিশোরী গর্ভবতী হয়ে পড়লে ভ্রুণহত্যার জন্য ক্রমাগত হুমকি। সম্প্রতি পুত্রসন্তানের জন্ম দিয়েছে এ বছরের উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী ওই কিশোরী। অভিযোগ, ছোট্ট শিশুকেও প্রাণে মারার হুমকি পেয়েছে সে। ওই কিশোরীর মায়ের করা অভিযোগের ভিত্তিতে মেদিনীপুরের কোতোয়ালি মহিলা থানা সোমবার সুব্রত মাঝি নামে এক যুবককে গ্রেফতার করেছে।পুলিশকে নির্যাতিতার মা জানিয়েছেন, একাধিক বার ধর্ষণের শিকার হয়েছে তাঁর মেয়ে। হঠাৎই এক দিন বাড়িতে অসুস্থ হয়ে পড়ার পর তাকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েই মা জানতে পারেন, মেয়ে গর্ভবতী। তা জানাজানি হতেই ভ্রুণ নষ্ট করে দেওয়ার জন্য মেয়েকে চাপ দেওয়া শুরু করেন সুব্রত। মেয়েকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। এর পরেও সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্যাতিতা। চলতি মাসের ১৪ তারিখ মেদিনীপুর মেডিক্যাল কলেজে পুত্রসন্তানের জন্ম দেয় সে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়। লিখিত অভিযোগে সুব্রতের মা ও বাবার নামও উল্লেখ করেছেন নির্যাতিতার মা।সুব্রতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার ধৃতকে মেদিনীপুর আদালতে হাজির করানো হলে তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। মেদিনীপুর মেডিক্যাল কলেজে নির্যাতিতার শারীরিক পরীক্ষারও নির্দেশ দিয়েছেন বিচারক।