|
---|
রোজা ভেঙে রক্ত দান করে হিন্দু যুবকের জীবন বাঁচালেন মুসলিম মহিলা
নতুন গতি, ওয়েব ডেস্ক : দেশে যখন সাম্প্রদায়িকতার রাজনীতি চলছে তখন একটার পর একটা সাম্প্রদায়িক সম্প্রীতির নজির ঘটেই চলেছে, দেশে দীর্ঘ দিন ধরে লকডাউন চলছে যার মধ্যে আমরা দেখেছি মুসলিম যুবকেরা হিন্দু ব্যক্তির মৃত্যু দেহ নিয়ে শেষ ক্রিয়া করতে যাচ্ছেন দেখা গিয়েছে হিন্দু পণ্ডিত মসজিদের ইমামের কাছে খাদ্য পাঠিয়েছে, দেখা গিয়েছে মন্দিরের ভিতরে পণ্ডিত ও ইমাম সাহেব মিলে অসহায় মানুষদের জন্য খাদ্য তৈরি করছে। এবারও একটা বড় ধরণের সাম্প্রদায়িক সম্প্রীতির ঘটনা ঘটলো হিন্দুতবাদির রাজ্য উত্তর প্রদেশে ।
উত্তরপ্রদেশের খেরি জেলার পিহানি শহরে বিজয় কুমার রাস্তোগি নামের একজন ব্যাক্তির হঠাত করে খুব শরীর অসুস্থ হয়ে যায়, শীঘ্রই তাকে জেলা হাসপাতালে নিয়ে আসলে বলা হয় রোগীর এখনই রক্ত প্রয়োজন, কিন্তু যেহেতু লকডাউন চলছে তাই রক্ত জোগাড় করা মুস্কিল লেগে যায় এবং ব্লাড ব্যাঙ্ক গুলোতে রক্ত পাওয়া যায় না। সাথে সাথে ব্লাড ব্যাঙ্কের একজন কর্মী আলিশা খান নামের একজন স্বেচ্ছাসেবী কর্মীর খবর দেন।
লখিমপুর খেরি জেলার হিদায়েত নগরের বাসিন্দা আলিশি খানের সাথে যোগাযোগ করে রোগীর পরিবারের লোক, তাদের কথা শুনে সাথে সাথে রাজি হয়েযান আলিশা এবং এই গুরুত্বপূর্ণ রমজান মাসের রোজা কে ত্যাগ করে রক্ত দান করেন বিজয় কুমার রাস্তোগিকে।
রক্ত দেওয়ার পর রাস্তোগি সুস্থ হন বলে জানা গিয়েছে। নিরপেক্ষ মানুষদের জন্যপ্রিয় এনডিটিভি সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করেন ।