|
---|
সেখ সামসুদ্দিন, ১৮ ফেব্রুয়ারিঃ পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার উদ্যোগে জামালপুর বাস স্ট্যান্ডে গাড়ি চালকদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করা হয়। আজকের এই কর্মসূচিতে পথ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের হাতে শাল এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন এসডিপিও বর্ধমান দক্ষিণ সুপ্রভাত চক্রবর্তী, জামালপুর থানার আইসি রাকেশ সিং, জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জামালপুরে পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক সহ পথ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা।