শালবনিতে দিদিকে বলো কর্মসূচি

সেখ মহাম্মদ ইমরান,নতুন গতি, শালবনি:-বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের শালবনীর মহাতাবপুর অঞ্চলে দিদি কে বলো কর্মসূচি নিয়ে হাজির হলেন পশ্চিম মেদিনীপুর জিলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা ও শালবনী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ। সঙ্গে ছিলেন মহাতাবপুর অঞ্চল সভাপতি গৌতম মাহাত। এদিন শালবনির ৫নং মহাতাবপুর অঞ্চলের মষনা ও ড্যাংবহরা তফসিলি ও তফসিলি উপজাতি অধ্যুষিত গ্রামে বিভিন্ন বাড়ী বাড়ী ঘুরে মানুষের মধ্যে পৌঁছে মানুষের অভাব অভিযোগ শুনছেন। বার্ধক্য ভাতা , বিধবা ভাতা, রাস্তাঘাট, পানীয় জল ইত্যাদি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সমস্যা নিয়ে এলাকার লোকজন তাদের সামনে তুলে ধরেন।

    এদিন নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করেন।এদিন তাঁরা “দিদিকে বলো” হেল্প লাইন নম্বর কার্ড প্রতি বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন। এমনকি তাদের অভাব অভিযোগ গুলো নিজের ডায়েরিতে নোট ডাউন করেন। এলাকাবাসীদের সাথে কথা বলার পর দলীয় পতাকা উত্তোলন করেন। এদিনের এই কর্মসূচি এলাকায় অভূতপূর্ব সাড়া পড়েছে।