|
---|
মহঃ সফিউল আলম, নতুনগতি, রাজনগর: বীরভূম জেলার রাজনগর বেসিকস্কুলে মঙ্গলবার দুপুরে অভিভাবক অভিভাবিকাদের নিয়ে এক বিশেষ সভার আয়োজন করা হয়৷ বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপ স্কিম বিষয়ে অভিভাবকদের সঙ্গে নিয়ে এই সভা৷ স্কলারশিপ পাওয়ার পদ্ধতি, কিকি প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে জমা দিতে হবে, অনলাইনে কিভাবে আবেদন করতে হবে প্রভৃতি বিষয়ে এদিন ব্যাখ্যা করা হয়৷
এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজনগর বেসিকস্কুলের টি আই সি যাদবেন্দ্র নাথ সাহা, শিক্ষক সোমনাথ ভট্টাচার্য, নোডাল শিক্ষক নয়ন ইন্দ্র, অন্যান্য শিক্ষক শিক্ষিকা, অভাভাবক অভিভাবিকাবৃন্দ প্রমুখ৷ সমস্ত বিষয় যাতে সহজে অভিভাবকরা বুঝতে পারেন এবং উক্ত স্কিমের সুযোগ তাঁরা পেতে পারেন তার জন্য লিফলেট বিলিও করা হয় এদিন৷ এই ধরণের সভা আয়োজিত হওয়ায় তাঁরা ভীষণভাবে উপকৃত হয়েছেন বলে জানান সভায় আগত কয়েকজন অভিভাবক অভিভাবিকা৷ এর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদও জানান তাঁরা৷ উপস্থিত সকলকে বিদ্যালয়ের তরফে চা বিস্কুট সহযোগে আপ্যায়িত করা হয়৷