|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: সমবায় নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা করতে গিয়ে কলকাতা হাই কোর্টে মুখ পুড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এ প্রসঙ্গে আদালতের বক্তব্য, এবিষয়ে মামলা করার অধিকারই নেই শুভেন্দুর। তাঁর আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
হলদিয়ায় বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে নিয়োগ প্যানেল নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে মামলা করার আবেদন জানিয়েছিলেন শুভেন্দু। ওই সমবায়ের প্রাক্তন চেয়ারম্যান শুভেন্দুর অভিযোগ ছিল, ওই নিয়োগ প্যানেলে দুর্নীতি হয়েছে। প্যানেলের বাইরে বেশ কিছু প্রার্থী ছিল, তাঁদের অবৈধ ভাবে চাকরি দেওয়া হয়েছে। চেয়ারম্যান হিসেবে তিনি সেটা জানতেন না বলে দাবি করেন তিনি।
বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহরায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে বৃহস্পতিবার। কিন্তু প্রশ্ন ওঠে, শুভেন্দু যেখানে নিজে নিয়োগে অংশগ্রহণকারী ছিলেন না, সেখানে কিভাবে মামলা করলেন কী ভাবে। এ বিষয়ে আদালতের পর্যবেক্ষণ, হলদিয়া বিদ্যাসাগর সমবায় ব্যাঙ্কের ওই নিয়োগ প্রক্রিয়ায় বিরোধী দলনেতা অংশই নেননি। তাই বিষয়টি নিয়ে মামলা করার এক্তিয়ারও তাঁর নেই।