|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : বিশ্ব তথা দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলা নারী নিগ্রহের ঘটনার বিরুদ্ধে পথে নামলেন মেদিনীপুর শহরের সুস্থ সংস্কৃতি মনস্ক নাগরিক বৃন্দ।”নারী নিগ্রহের বিরুদ্ধে আমাদের নীরব প্রতিবাদ” শিরোনামে একটি মৌন মিছিল অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরে। কালো ব্যাজ করে হাতে বিভিন্ন ধরনের প্লাকার্ড নিয়ে নীরবে প্রতিবাদে সামিল হলেন শতাধিক সংস্কৃতিপ্রেমী নাগরিক। মিছিলে সামিল হয়েছিলেন শিক্ষক-শিক্ষিকা,কবি-সাহিত্যিক, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, বাচিক শিল্পী, চিত্রশিল্পী, আলোকচিত্র শিল্পী, অভিনেতা-আভিনেত্রী , সমাজকর্মী থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা।
মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় প্রাঙ্গণ থেকে এই মিছিল শুরু হয়ে বিদ্যাসাগরমোড়, ক্ষুদিরাম মোড়, গান্ধীমোড়,পঞ্চুর চকের রবীন্দ্র মুর্তি ও নেতাজি মূর্তির পাদদেশ হয়ে পুনরায় রবীন্দ্র নিলয়ে এসে মিছিল শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন বর্ষীয়ান বাচিক শিল্পী অমিয় পাল,বাচিক শিল্পী পাঞ্চালি চক্রবর্তী, সংস্কৃতিপ্রেমী জয়ন্ত মন্ডল, শিক্ষিকা সুতপা বসু,নৃত্যশিল্পী রাজনারায়ণ দত্ত,সোমা চট্টরাজ, ঈশিতা চট্টোপাধ্যায়, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, নরসিংহ দাস, আলোকচিত্রী প্রসূন দে, গৌতম দেব, সমাজকর্মী ঝর্ণা আচার্য, করবী দত্ত, সঙ্গীত শিল্পী ঝুমঝুমি চক্রবর্তী,বাচিক শিল্পী অনিন্দিতা শাসমল,লেখিকা অনামিকা তেওয়ারি,কবি আলেয়া রক্ষিত, শিক্ষিকা নবনীতা মিশ্র, সমাজ কর্মী গোপাল সাহা, সুদীপ্তা দে,প্রতিমা রানা, সঙ্গীতা সিংহ, পারমিতা সাউ, সংস্কৃতিপ্রেমী লক্ষণচন্দ্র ওঝা, নৃত্যশিল্পী শ্রাবনী দত্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।