শিল্প সাহিত্যের পাশে সংস্কৃতি প্রেমী সাংসদ খলিলুর রহমান

নজরুলের দুষ্প্রাপ্য নথি দ্বারা গড়ে উঠছে রামনগর নজরুল একাডেম
—————————————-
রহমতুল্লাহ ও গোলাম কাদের, লালগোলা:
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকে বুকে আঁকড়ে ধরে এক অনন্য নজির তৈরি করতে চলেছে রামনগর নজরুল একাডেমী। লালগোলা থানার অন্তর্গত এক প্রত্যন্ত গ্রাম রামনগরে নজরুল প্রেমিক ইউসুফ আলী অদম্য প্রচেষ্টায় কাজী নজরুল ইসলামের জীবনের নানা পর্যায়ের নানা স্মরণীয় স্মৃতি সমূহ সংগ্রহ করেছেন দীর্ঘদিন ধরে। নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত বিভিন্ন উপাদান দ্বারা উৎসর্গিত হয়েছে এই নজরুল একাডেমী। উনার প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ‘জঙ্গিপুর সাহিত্য সমন্বয় পরিষদের’ মুখ্য উপদেষ্টা মাননীয় খলিলুর রহমান (সাংসদ, জঙ্গিপুর লোকসভা) ১৮ ই সেপ্টেম্বর উনার বাড়িতে সশরীরে উপস্থিত হয়েছেন! ইউসুফ বাবুর বিচিত্র কর্মকান্ড দেখে অভিভূত তিনি। একজন সংস্কৃতিপ্রেমী হিসেবে সংস্কৃতিকে ধরে রাখার জন্য তিনি আন্তরিক সহযোগিতা করবেন বলে কথা দিয়েছেন। সেইসঙ্গে সঙ্গ দিয়েছিলেন লালগোলার বিধায়ক মাননীয় মহম্মদ আলী মহাশয়। পুরো কর্মকান্ডে সঙ্গে ছিলেন ‘জঙ্গিপুর সাহিত্য সমন্বয় পরিষদের’ সাধারণ সম্পাদক গোলাম কাদের মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন মাননীয় জয়নুল আবেদীন সম্পাদক রঙধনু পত্রিকা, সোমনাথ কর, রহমতুল্লাহ সম্পাদক সবুজ বার্তা পত্রিকা, নজরুল একাডেমীর পক্ষ থেকে মাননীয় সাংসদ খলিলুর রহমান মহাশয় কে সংবর্ধনা প্রদান করা হয়। তিনি বলেন উনার সাংসদ তহবিল এবং লালগোলার বিধায়ক এর তহবিল থেকে যথাসাধ্য সাহায্য সহযোগিতার দ্বারা রামনগর নজরুল একাডেমীর জন্য হাত বাড়িয়ে দেবেন। উনারা আশা করেন এই একাডেমীর মাধ্যমে নজরুল সম্পর্কে নানা দুষ্প্রাপ্য তথ্য মুর্শিদাবাদ জেলা তথা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের গবেষণার কাজে নানাভাবে সাহায্য করবে।