|
---|
প্রীতম ঘোষ, ডায়মন্ড হারবার :
সময়ের পথ বেয়ে মশাট গার্লস হাইস্কুল(উ:মা:) পা রাখল সুবর্ণ জয়ন্তীতে। দীর্ঘ সময়ের এই পথচলার কথা স্মরণ করে আবেগতাড়িত হয়ে পড়েন স্কুলের প্রাক্তনীরা। এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হল এই উৎসব।
এই সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপনে উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রিয় সাংসদ তথা দ:২৪পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি মাননীয় শুভাশিস চক্রবর্তী মহাশয়, সঙ্গে ছিলেন মগরাহাট পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু ও মাদ্রাসা উন্নয়ন প্রতি মন্ত্রী জনাব গিয়াসউদ্দিন মোল্লা মহাশয়,বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার উন্নয়নের রূপকার প্রিয় বিধায়ক মাননীয় শ্রী দীপক কুমার হালদার মহাশয়।
নাচ,গান, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই অনুষ্ঠান। সুবর্ণজয়ন্তীতে স্কুলের বিভিন্ন প্রাক্তণীদের একত্রিত করতে পেরে উদ্দ্যোক্তাদের চোখে মুখে ফুটে উঠেছে আনন্দের ছাপ।