|
---|
সেখ আজহারউদ্দিন : ঘোষপুর ইউনিয়ন নেতাজি বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগের কৃতি ছাত্রী মেধা মন্ডল এই বছর এন আই টি তে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পড়াশুনোর সুযোগ পেয়েছে।
তাই বিদ্যালয়ের পক্ষ থেকে দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সাহায্যার্থে গঠিত স্বর্গীয় অতুলচন্দ্র ভট্টাচার্য ও স্বর্গীয়া সুমতিবালা ভট্টাচার্য মেমোরিয়াল ফান্ড থেকে দশ হাজার টাকার (১০০০০) অনুদান তুলে দেওয়া হয়।
এই উদ্দেশ্যে আজ অনুদানের চেক ছাত্রীটির হাতে তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অরুণ কুমার মন্ডল মহাশয় ও বিদ্যালয় এর পরিচালন সমিতির সদস্য ও প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয় হায়দার আলী মহাশয়। বিদ্যালয় প্রধান শিক্ষক শ্রী অরুন কুমার মন্ডল বলেন- “আমরা আমাদের গত বর্ষের কৃতি ছাত্রী মেধা মন্ডলের হাতে এই আর্থিক অনুদান তুলে দিতে পেরেছি । এজন্য বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী ও পরিচালন সমিতির সদস্যগণ খুবই আনন্দিত ও গর্বিত বোধ করছি। এই ঘটনা ভবিষ্যতে অন্যান্য ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করবে। পরবর্তী আরো অনেক সাফল্যে বিদ্যালয়ে এভাবেই ছাত্রছাত্রীদের পাশে থাকবে, বিদ্যালয়ে এবং তার পরেও। সেই সাথে আমরা সকলে ছাত্রীটির উজ্জ্বল ভবিষ্যৎ জীবন কামনা করছি।”