সাপ ভেবে পিটুনি, তারপরেই শোনা গেলো মানুষের চিৎকার

শরীফুল ইসলাম , নদীয়া :

    শখ ফ্যাশন। নতুন নতুন। রং-বেরঙিন বিচিত্র পোশাক।
    বাজারের সব চেয়ে অভিনব চোখ ধাঁধানো স্টাইলে। বাড়ি এনে পড়ে বিভিন্ন বিভঙ্গে সেলফি তুলে আপলোড করতেন তিনি। তবে তাঁর এই অদ্ভুত শখ তাঁর জন্য অপেক্ষা করছে এক নিদারুণ পরিণতি, ঘুণাক্ষরেও টের পাননি ভদ্র মহিলা।

    ঘটনাটি অস্ট্রেলিয়ার। ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মহিলার আত্মীয়-প্রতিবেশী গোটা দুনিয়া জুড়ে কেউ দুঃখ প্রকাশ কেউ রঙ্গ-তামাশা শুরু করে দিয়েছেন।এদিকে , সুস্থ শরীর ব্যাস্ত করে সেই মহিলা এখন চিকিৎসাধীন।

    খবরে প্রকাশ , অস্ট্রেলিয়ান ওই গৃহবধূ জ্যান্ত একটি বিষধর সাপের মতন লেগিংস জাতীয় পোশাকে শুয়ে ছিলেন।দেহটি চাদরে জড়ানো থাকলেও পা দুটি বাইরে থেকে দেখা যাচ্ছিল।

    ভদ্রমহিলার স্বামী শোবার ঘরে ঢুকে দেখেন স্ত্রীর চাদরের নীচে বিষধর সাপ । সঙ্গে সঙ্গে ঘরের কোনায় রাখা বেসবল ব্যাট দিয়ে সজোরে ঘা দেন । সঙ্গে সঙ্গে স্ত্রীর আর্তনাদ। বুজতে অসুবিধা হয় নি কি ঘটে গেছে ততক্ষণে।

    ঘটনাটি, নিশ্চিত বেদনাদায়ক ও দুর্ভাগ্য জনক। টিভি দেখে কোনো একটি বিশেষ দৃশ্যের অনুরূপ দৃশ্য বাড়িতে করতে গিয়ে বিপদ ডেকে নিয়ে আসে। মৃত্যুর ঘটনাও শোনা যায় মাঝে মাঝে । এই ঘটনার পর নিশ্চি অভিভাবকগণ আরো একটু সতর্ক হবেন বলে মনে করছেন অনেকে ।


    (Ref,abpteam.)