|
---|
সামিম আহমেদ, নতুন গতি, সোনাখালী: আবারো বিক্ষোভ আবারও অশান্ত পরিস্থিতি আবারো কাট মানি নিয়ে যেন সমার্থক হয়ে গেছে বাসন্তীর সঙ্গে। এ যেন কোন মতেই পিছু ছাড়ছে না অশান্ত বিক্ষোভকারী একটা বীজ বাসন্তীতে তৈরি হয়েছে কোন মতেই সে বীজ কে সমূলে উপড়ে ফেলা যাচ্ছে না। না আছে ভাল রাস্তা ঘাট, না স্বাস্থ্য ব্যবস্থা, পানিয় জলের সমস্যা, শান্ত শিষ্ঠ নামক সুন্দর পরিবেশ টা আজ ও উধাও। বেহাল রাস্তা নিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন ছাত্র-ছাত্রী ও গ্রামবাসিরা। ঘটনাটি ঘটেছে দঃ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার ৬নং সোনাখালি মিদ্দেপাড়ায়।
দীর্ঘ ১০ বছরের উপর নুরো ঘরামীর বাড়ি থেকে মসজিদ পর্যন্ত ১.৫ কিলোমিটার বেহাল দশা রাস্তার সমস্যা নিয়ে এদিন বিক্ষোভ দেখালেন গ্রামবাসিরা। জাহাঙ্গীর, জহুরুল ঢালি, আলিয়া বিবিরা বলেন, সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান নোংরা কাদা জলে আমাদের চলাচল করতে হয়। বেশি বৃষ্টিতে কিভাবে চলতে হয় ভাবুন। সুস্থ সবল লোকজনের এই রাস্তায় চলতে গেলে কষ্ট হয়, তাহলে রোগীদের অবস্থা কি হয়। অ্যাম্বুলেন্স এ ফোন করলে বলে, তোমারা রোগীকে তেঁতুল তলা পর্যন্ত নিয়ে এসো, না হলে আমরা ভিতরে যাবনা।
গ্রামবাসীরা আরও বলেন মেম্বার কে বলেছি, এমনকি পঞ্চায়েত প্রধান থেকে বিডিও কেও এ বিষয়ে জানিয়েছি কেউ সদুত্তর দিতে দেননি, সবারি এক কথা দেখছি কি ব্যবস্থা নেওয়া যায় কিন্তু এখনো পর্যন্ত এই রাস্তার সমস্যা সমাধানে কেউ এখনো পর্যন্ত এগিয়ে আসেননি। এসবের প্রতিবাদ করলে শাসানি দেয় গ্রামের মাতব্বররা। তারা এবং রাস্তার কন্ডাক্টর মিলে সব খেয়ে ফেলেছে। রাস্তা তৈরির যে সামগ্রী গুলো ছিলো সে গুলো বিক্রি করছে ও কিছু কিছু সামগ্রী নিজেদের ঘর বানানোর জন্য নিয়ে যাচ্ছে। আমাদের এই সমস্যার সমাধান না হলে আমরা এর থেকেও আরো বড় আন্দোলন করতে বাধ্য হবো। রাস্তা পুরো তৈরিই হলোনা অথচ কমপ্লিট দেখিয়ে সিলমোহর পড়ে গেছে রাস্তার।