গোয়ানারা গোবিন্দ পুরে ১৪ দিনের রাধামাধব রাসমেলা র শুভ উদ্বোধন করেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী দিলীপ মণ্ডল

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:১৪দিন ব্যাপী গোয়ানারা গোবিন্দ পুর রাধামাধব রাসমেলা শুরু হচ্ছে আজ থেকে। বিগত বছরগুলির মতো এবারও মেলার উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী দিলীপ মণ্ডল। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন,রামনগর থানার আই সি তুষার কান্তি পাঁজা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিখা রায়, ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক সভাপতি তথা এই উৎসব কমিটির সভাপতি অরুময় গায়েন,বিশিষ্ঠ সমাজসেবী রেজাউল ইসলাম সরদার,শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,কৃষাণ সেলের সভাপতি নীতিশ মোদক ,ডাক্তার তরুণ রায়, অরিন্দম ঘোষ,বিমলেন্দু বৈদ্য,সেলিম শেখ,অরিন্দম গায়েন সহ অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তি বর্গ। এবারে মেলা কমিটির সভাপতি অরুময় গায়েন বলেন, প্রথম থেকেই আমাদের রাস উৎসব উপলক্ষ্যে মেলা ১৪ দিন ধরে চলে আসছে। এবারও মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট, শিশুদের রাইড নিয়ে আসা হয়েছে। তবে মেলাতে স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। এছাড়াও মেলার আকর্ষণ বাড়াতে বিভিন্ন ধরনের মডেল আনা হয়েছে। তিনি আরও বলেন, মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বিভিন্ন ধরনের রাইড। খাবার, হস্তশিল্প সামগ্রী, প্রসাধনী সামগ্রীর দোকান সহ কয়েকশো স্টল বসেছে মেলা মাঠে। মেলা আয়োজকদের দাবি, ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের গোয়ানারা গোবিন্দ পুর রাধামাধব রাসমেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে। মেলায় প্রতিদিন প্রায় হাজার দশেক মানুষের সমাগম হয়। স্থানীয় পুলিস প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে। পুলিসের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।