|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর:
যথোচিত মর্যাদায় স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মদিন উদযাপিত হল শতাব্দী প্রাচীন হেরিটেজ প্রতিষ্ঠান মেদিনীপুর টাউন স্কুলে। ১২জানুয়ারি, মঙ্গলবার, বিদ্যালয়ের কার্তিক চন্দ্র মিত্র সভাগৃহে এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা রাষ্ট্রপতি-পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক ড. বিবেকানন্দ চক্রবর্তী। বিদ্যালয়ের শিক্ষিকা অনুমিতা রাউৎ-এর প্রারম্ভিক বক্তব্য দিয়ে অনুষ্ঠানের শুরু। বিদ্যালয়ের শিক্ষিকাগণ সভাপতিসহ বরণ করে নেন আরো তিন জন শিক্ষককে। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় বিদ্যালয়ের তিন যশস্বী শিক্ষক জহরলাল পইড়্যা, নিখিল কুমার পাত্র ও কৌশিক দাস-কে। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের সমস্ত বিভাগের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মিবৃন্দ ও নৈমিত্তিক কর্মিবৃন্দ।
উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক। বিদ্যালয় প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে ‘স্বামীজীর জীবন ও তাঁর দর্শন’ এই বিষয়ে আলোকপাত করেন। সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষিকা মন্দিরা খান্ডা, মিঠুরানী মূর্মূ, মিঠু পাহাড়ী, মিতালী দাস। সেই সঙ্গে রবীন্দ্রনাথ রচিত ‘মহাসিংহাসনে বসি শুনিছ, হে বিশ্বপিত…’ এই গানটি পরিবেশন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কবিতা পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষক সন্দীপ পান্ডা। ‘স্বামীজীর জীবন ও কর্ম’ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক জহরলাল পইড়্যা, স্বপন প্রামানিক, কৌশিক দাস; শিক্ষিকা মালতী সাউ, মীরা পাল; প্রাক্তন ছাত্র জালাল মল্লিক; স্বামীজি অনুরাগী রামানন্দ দাস অধিকারী। ‘ভবসাগরতারণকারণ হে’ এই প্রার্থনা পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়। সমগ্র অনুষ্ঠানটি নান্দনিক সঞ্চালনায় ধ্রুবপদ বেঁধেছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা অনন্যা পান্ডে।