প্রজাতন্ত্র দিবসে রাজ্যের ট্যাবলোকে অনুমোদন দেওয়ার জন্য এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানালেন তথাগত রায়

নতুন গতি নিউজ ডেস্ক: প্রজাতন্ত্র দিবসে রাজ্যের ট্যাবলোকে অনুমোদন দেওয়ার জন্য এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানালেন তথাগত রায়। নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং INA নিয়ে বাংলার ট্যাবলোকে স্থান দেওয়ার আবেদন করেছেন তিনি। টুইটে তিনি লেখেন, ‘নেতাজির ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ব্রিটিশ সেনার মনোবল নাড়িয়ে দিয়েছিল। ভারত থেকে তাদের বিতারিত করার পেছনে এর বড় ভূমিকা রয়েছে। দয়া করে প্রজাতন্ত্র দিবসে বাংলার এই ট্যাবলোকে জায়গা দিন।’ গেরুয়া শিবিরের বিরোধীতায় একাধিকবার তাঁকে সরব হতে দেখা গিয়েছে। এবার কার্যত শাসক দলের সুরেই সুর মিলিয়ে তথাগতর এই আর্জি প্রশ্ন তুলে দিয়েছে নতুন করে।

    ট্যাবলো নিয়ে কেন্দ্র-রাজ্য তরজার মধ্যেই তথাগত রায়ের এই টুইট নতুন মাত্রা যোগ করল। এদিকে, শনিবারই সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার ট্যাবলো বাদ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে এবছর বাংলার ট্যাবলোর বিষয় ছিল নেতাজি। কিন্তু, ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে রাজধানীর রাজপথে Republic Day Parade সেই ট্যাবলোর দেখা পাওয়ার সম্ভাবনা কার্যত নেই। চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘কেন্দ্রের সিদ্ধান্তে আমি হতভম্ব এবং আহত। কোনও কারণ বা ব্যাখা ছাড়াই এভাবে বাংলার ট্যাবলো বাদ পড়ায় আমি বিস্মিত।’ এবার প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোর বিষয়-ভাবনা বা থিম ছিল ‘নেতাজি ও আজাদ হিন্দ বাহিনী’। নেতাজি ও তাঁর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (INA) এবং বাংলার মনীষীদের অবদানও ছিল ট্যাবলোর থিমের অন্তর্ভুক্ত। চিঠিতে নিজের ক্ষোভ উগরে তিনি বলেন,’ বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারের আচরণে গভীরভাবে ব্যথিত। ট্যাবলো বাদ দেওয়ার সিদ্ধান্তে অসম্মানিত স্বাধীনতা সংগ্রামীরা।’ অন্যদিকে, প্রজাতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের ট্যাবলো বাদ যাওয়া নিয়ে রাজ্যকেই দুষছেন BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘তৃণমূল এমনভাবে ট্যাবলো করে যাতে বাদ যায়, খবর হয় এবং রাজনীতি হয়। রাজনীতি করার জন্যই ট্যাবলো করে।’

    প্রসঙ্গত, স্বাধীনতার ৭৫তম বর্ষে এ বছর কেন্দ্র আয়োজিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের থিম ‘আজাদি কা অমৃত মহোৎসব’। এবার থেকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারি থেকেই শুরু হবে সাধারণতন্ত্র দিবস উদযাপন অর্থাৎ Republic Day celebrations। এর আগেই Narendra Modi Government সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীকে আগেই পরাক্রম দিবস বলে ঘোষণা করেছে।