জ্যোতি বসুর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নতুন গতি নিউজ ডেস্ক: রাজনৈতিক ময়দানে তাঁদের বরাবর একে অপরের বিরুদ্ধে-বিপক্ষে দেখা গিয়েছিল। কিন্তু, জ্যোতি বসুর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবার নয়, অতীতেও একাধিকবার বঙ্গ রাজনীতিতে সৌজন্যের নজির গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করে জ্যোতি বসুকে শ্রদ্ধা জানানো হয়।

    উল্লেখ্য, ২০১০ সালে ১ জানুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন জ্যোতি বসু। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। ১৭ জানুয়ারি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী।

    উল্লেখ্য ১৯১৪ সালে ৬ জুলাই পরাধীন ভারতে জন্মগ্রহণ করেন জ্যোতি বসু। ১৯৭৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। এখনও পর্যন্ত তিনিই একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি টানা ২৩ বছর রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন। প্রসঙ্গত, রাজনৈতিক সৌজন্য বিনিময় বঙ্গ রাজনীতির একটি উল্লেখযোগ্য ‘অলংকার’ বলেই মতামত রাজনৈতিক মহলের। বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার খবর পেয়ে দৌড়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়মিত তাঁর খোঁজ নিতেন। সম্প্রতি রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদার করোনায় আক্রান্ত হন। তাঁকে ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষের অসুস্থতার সময়ও তাঁর খোঁজ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।