|
---|
খান আরশাদ, বীরভূম :ঝাড়খণ্ডের রসুলপুর গ্রামের লক্ষিশ্রী ঘড়ুই ও তাঁর দেওর দেবনাথ ঘোষ ২০১৯ সালে আগস্ট মাসে বীরভূমের রাজনগরের বন্ধন ব্যাংকে টাকা জমা দিতে আসেন । নিজেদের কাজ করার সময় বন্ধন ব্যাংকের ভেতর থেকে লক্ষিশ্রি ঘরুই নামে ওই মহিলার ব্যাগটি চুরি হয়ে যায়।
এরপর রাজনগর থানায় বিষয়টি জানান ওই মহিলা। ব্যাগে দুটি সোনার অলংকার ও দশ হাজার টাকা ছিল । রাজনগর থানায় বিষয়টি জানানোর পর রাজনগর থানার পুলিশ তদন্ত শুরু করে এবং চুরি যাওয়া ওই সমস্ত জিনিসগুলি সহ ব্যাগটি উদ্ধার করে।
এরপর উদ্ধার হওয়া ওইসব জিনিসপত্র অলংকার ও টাকা আজ আদালতের নির্দেশে রাজনগর থানায় ফেরত দেওয়া হল লক্ষ্মীশ্রী ঘড়ুইকে। রাজনগর থানার SI দীপক কুমার রায় ও ASI স্বপন মাল চুরি যাওয়া সোনার অলংকার ও টাকা সহ ওই ব্যাগটি লক্ষ্মীশ্রী ঘোড়ুই এর হাতে তুলে দেন। উদ্ধার হওয়া সমস্ত জিনিস ফেরত পেয়ে রাজনগর থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন লক্ষিশ্রী ঘড়ুই ও দেবনাথ ঘোষ। রাজনগর থানার পুলিশের এই সাফল্যে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।
।