|
---|
নিজস্ব সংবাদদাতা : পনের বকেয়া টাকা চাইতে এসে জামাইকে শিকল বন্দী রাখল শ্বশুরবাড়ির লোকজন।ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংলিশ বাজার থানার বুধিয়া বিশ্বাসপাড়া এলাকায়। মাত্র এক মাস আগে জনৈক মেয়ের সঙ্গে সামাজিক মতে বিয়ে হয়েছিল রতুয়া থানার সুলতানগঞ্জের এক বাসিন্দা সঙ্গে।
বিয়ের সময় নির্দিষ্ট পন দেওয়ার কথা হয়েছিল কিন্তু আর্থিক অবস্থা সচ্ছল না থাকায় পনের পূর্ণ টাকা দিতে পারেনি। বিয়ের দিন 50 হাজার টাকা দেয়া হয়। মেয়ের বাবা কোনো রকমে ভ্যান রিক্সা চালিয়ে দিন যাপন করেন। ফলে বকেয়া টাকাটা যোগাড় করতে পারেননি।
গৃহবধূ জানায় আমার স্বামী বিয়ের কয়েক দিন পর থেকেই অত্যাচার চালাতে শুরু করে। আমাকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। এক বস্ত্রে নিজেকে বাঁচাতে বাপের বাড়ি চলে আসে এবং আমার টাকার জন্য আমার স্বামী আমার বাড়ি আসে। বাড়িতে এসেই বিভিন্নভাবে নাকি গালিগালাজ করতে থাকে বাধ্য হয়ে বাড়ির লোকজন এবং এলাকা বাসি ঘরে বন্দী করে রাখে। এই খবর চাওয়ার হতে চাঞ্চলও তৈরি হয়েছে।