সোমবার শপথ মন্ত্রিসভার, শপথ নেবেন ২৪ জন পূর্ণমন্ত্রী, ৯ জন প্রতিমন্ত্রী এবং ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-সহ ৪৩ জন

নতুন গতি ওয়েব ডেস্কঃ তৃতীয়বার মন্ত্রিসভা গঠন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান। ভোটে জিতে এবার মন্ত্রিত্ব কারা পাচ্ছেন, সেদিকে আগ্রহ ছিল সকলেরই। ২৪ জন পূর্ণমন্ত্রী, ৯ জন প্রতিমন্ত্রী এবং ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-সহ ৪৩ জন শপথ নেবেন সোমবার। রবিবার বিকেলে তৃণমূল দলের কোর কমিটির বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত হয়েছে।

    রবিবার বিকেলে ৪৩ জনকে ফোন করে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল। সূত্রের খবর, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় দেখা যাবে বেশ কয়েকটি নতুন মুখ।

    এবারের মন্ত্রিসভা খানিকটা বড় হতে চলেছে।
    তালিকায় একবার চোখ রাখা যাক –
    ক্যাবিনেট মন্ত্রী হিসাবে যে তালিকা সামনে এসেছে
    সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্র,সাধন পাণ্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক, বঙ্কিমচন্দ্র হাজরা, মানষ রঞ্জন ভূইয়া, সৌমেন কুমার মহাপাত্র, মলয় ঘটক
    অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়
    , ব্রাত্য বসু, স্বপন দেবনাথ, জাভেদ আহমেদ খান, সিদ্দিকুল্লাহ চৌধুরী, উজ্জ্বল বিশ্বাস, অরূপ রায়, রথীন ঘোষ, চন্দ্রনাথ সিনহা, পুলক রায়, শশী পাঁজা, গোলাম রাব্বানী, বিপ্লব মিত্র

    ভোটে না লড়েও বিদায়ী অর্থমন্ত্রী অমিত মিত্র শপথের আমন্ত্রণ পেয়েছেন। নিয়ম অনুযায়ী আগামী ৬ মাসের মধ্যে কোনও কেন্দ্র থেকে জিতে আসতে হবে। সম্ভবত এবার অর্থমন্ত্রীর দায়িত্ব তাঁকেই দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে যে তালিকা সামনে এসেছে.. বেচারাম মান্না, সুব্রত সাহা, আইপিএস হুমায়ুন কবির অখিল গিরি, চন্দ্রিমা ভট্টাচার্য,
    রত্না দে নাগ, সন্ধ্যা রানী টুডু, বুলুচিক বারাইক, সুজিত বোস, ইন্দ্রনীল সেন

    প্রতিমন্ত্রী হিসাবে যে তালিকা সামনে এসেছে আখরুজ্জামান, মনোজ তিওয়ার, শিউলি সাহা
    দিলীপ মণ্ডল, সাবিনা ইয়াসমিন,।শ্রীকান্ত মাহাতো
    বীরবাহো হাসদা, জ্যোৎস্না মান্ডি,পরেশ চন্দ্র অধিকারী