|
---|
সেখ সামসুদ্দিন : আজ ২৫ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে মেমারি ১ ব্লক জয়হিন্দ বাহিনীর উদ্যোগে বাগিলা গ্রামে অডিটোরিয়াম হলে একটি রক্তদান শিবির করা হয়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবিরে মহিলা পুরুষ মিলে ৫০ জন। উল্লেখযোগ্য রক্তদাতাদের মধ্যে ছিলেন জেলা যুব তৃণমূল সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, ব্লক সংখ্যা লঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন, জয়হিন্দ বাহিনীর সভাপতি প্রলয় কুমার পাল, বাগিলা পঞ্চায়েত সদস্য সবিতাব্রত চ্যাটার্জী, প্রাথমিক শিক্ষক সংগঠনে সদস্য মৃন্ময় ঘোষ প্রমুখ। উল্লেখযোগ্য উপস্থিতি ছিল পঞ্চায়েত সমিতির সদস্য সমীরণ মজুমদার, হরেকৃষ্ণ বৈরাগ্য, বাগিলা গ্রাম পঞ্চায়েত প্রধান অরিন্দম ঘোষাল, সমাজসেবী তারকনাথ সাহা, পল্লীমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।